সেনাবাহিনীতে চাকরির লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২০ পিএম, ৩০ জুন ২০২১

সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রইজ উদ্দিন (৫৮) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৩০ জুন) ভোরে সিরাজগঞ্জ পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার রইজ উদ্দিন সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার বক্স সরকারের ছেলে।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, চাকরির কথা বলে জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন রইজ উদ্দিন। তিনি সেনাবাহিনীতে চাকরির কথা বলে উল্লাপাড়া উপজেলার হাওড়া গ্রামের আলম সরকারের (৪৪) কাছ থেকে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা নেন। পরে চাকরি দিতে ব্যর্থ হয়ে দীর্ঘদিনেও টাকা ফেরত দেননি। এ কারণে ভুক্তভোগী র‌্যাবকে জানালে বুধবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রইজ উদ্দিন বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেন। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।