কাপ্তাইয়ে পাহাড় ধসে ৩ ঘর বিধ্বস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০১ জুলাই ২০২১

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড় ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার ঢাকাইয়া কলোনির সিঁড়িঘাট ও লগ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় ইউপি সদস্য সজিবুর রহমান জানান, সকালে মো. ফরিদ ও নবী হোসেনের দুটি ঘর পাহাড় ধসে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। মামুন নামের আরও একজনের ঘরের সামান্য ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ঢাকাইয়া কলোনির পাহাড়ের ঢালুতে এখনো পাঁচশ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, বারবার মাইকিং করেও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরানো যাচ্ছে না। বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের স্থানীয় আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

শংকর হোড়/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।