জনগণকে সচেতন করতে মাইক হাতে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:২৪ এএম, ০২ জুলাই ২০২১

 

মহামারি করোনাভাইরাস সংক্রমণরোধে জনসমাগম এড়াতে মাইক হাতে গ্রাম-শহর ছুটে চলেছেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মো. আল আমিন সরকার। তিনি উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি হ্যান্ডমাইক নিয়ে যেখানেই জনসমাগম দেখছেন সেখানেই গিয়ে জনসমাগম না করতে মাইকে প্রচার করছেন। মাস্কপরাসহ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্যও অনুরোধ করছেন। কাজ না থাকলে বাসায় চলে যাওয়ার জন্য অনুরোধ করছেন তিনি।

Public Awareness

শুধু তাই নয় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে তাকে ফিরিয়েও দিচ্ছেন। মাঝে মাঝে হ্যান্ডমাইকে তার কণ্ঠে সচেতন হওয়ার জন্য শোনা যাচ্ছে ‘মাস্ক ব্যবহার করুন, ঘরে থাকুন সুস্থ থাকুন’, ’নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান’।

Public Awareness

ইউপি চেয়ারম্যান মো. আল আমিন সরকার বলেন, সরকারঘোষিত সাতদিনের লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার সকাল থেকে গ্রামপুলিশকে সঙ্গে নিয়ে জনসমাগম ঠেকাতে ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন হাট-বাজারে হ্যান্ডমাইক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছি।

Public Awareness

তিনি বলেন, জনগণকে সচেতন করতে ও সুরক্ষিত রাখতে আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ ইউনিয়নবাসী ভালো থাকলে আমি ভালো থাকব, আমি ভালো থাকলে ইউনিয়নবাসী ভালো থাকবে। কাজেই পরস্পরের ভালোবাসা নিয়েই সুন্দর আগামীর পথ চলতে আমি বদ্ধপরিকর।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।