সাতক্ষীরা মেডিকেলে একদিনে করোনায় আরও ৪ জনের মৃত্যু
সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৫৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৫১ শতাংশ।
এ নিয়ে জেলায় শুক্রবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৮৮ জন।
বর্তমানে জেলায় ৮১৮ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২২ জন ও বেসরকারি হাসপাতালে ১৬ জন ভর্তি রয়েছেন। এছাড়া ৭৮০ জন বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ২৫৭ জন সামেক হাসপাতালে ও ২১৬ জন বেসরকারি হাসপাতালে রয়েছেন।
এদিকে জেলায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। শুক্রবার সকাল থেকে জেলা শহরের অধিকাংশ সড়কে লোকজনের উপস্থিতি কম দেখা গেছে। সকাল থেকে সেনাবাহিনীকে শহরের বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে গণপরিবহন।
এদিকে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলায় গত ২৪ ঘণ্টায় ৪১টি মামলায় ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এসএমএম/জেআইএম