আশ্রয়ণের ঘর পরিদর্শনকালে প্রকল্প কর্মকর্তার ওপর হামলা, আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:১৮ পিএম, ০২ জুলাই ২০২১
ফাইল ছবি

শরীয়তপুরের নড়িয়ার পাচক গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনকালে উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পিআইও মো. আহাদী হাসানসহ তিনজন আহত হয়েছেন।

আহত অপর দু’জন হলেন—উপ-সহকারী প্রকৌশলী সোহেল হোসেন এবং সুপারভাইজার মো. রাসেল। তাদেরকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নড়িয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করছে পুলিশ। তারা হলেন- খোকন ছৈয়াল, বোরহান গোরাপী, সোহল রানা তালুকদার, লিটন গোরাপী, আব্দুর রব ব্যাপারী।

পিআইও মো. আহাদী হাসান জানান, মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাচক গ্রামে ৩২টি গৃহ নির্মাণের কাজ চলছে। জমিটি খাস খতিয়ানভুক্ত। স্থানীয় মতি গোরাপীর ছেলেরা জমিটি ব্যক্তি মালিকানা দাবি করে বিভিন্ন সময় কাজে বাঁধা দিয়ে আসছিল। বৃহস্পতিবার (১ জুলাই) আবার কাজ বন্ধ করে দেয় তারা।

শুক্রবার তিনি এবং প্রকল্প সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গৃহ নির্মাণ বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় ভূমিদস্যুরা রামদা, বল্লব, ছেন, বাঁশের লাঠি নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নড়িয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান বলেন, উপজেলার পাচক গ্রামে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের কাজ চলছে। ওই প্রকল্পের কাজ পরিদর্শন করতে পিআইওসহ ওই দফতরের উপ-সহকারী প্রকৌশলী ও সুপারভাইজার গিয়েছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। হামলায় পিআইও মারাত্মকভাবে জখম হন। তার সঙ্গে থাকা দুই সহকারীও আহত হয়েছেন।

মো. ছগির হোসেন/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।