সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) দুপুরে জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে তারা বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
ডা. জয়ন্ত কুমার সরকার আরও বলেন, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৬৯ শতাংশ।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস