করোনা রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে চিরকুটও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৩ জুলাই ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়ায় শেখ আজগর আলী (৫৫) নামে করোনায় আক্রান্ত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ জুলাই) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি আম গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় একটি চিরকুটও পাওয়া যায়।

কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী জানান, আজগর আলি গত ১৪ দিন আগে করোনায় আক্রন্ত হন। পরে তিনি কোনো হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বড়িতে চিকিৎসা গ্রহণ করছিলেন। শনিবার সকালে তিনি সবার অজান্তে বাড়ির পাশে একটি আম গাছের ডালে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

কলারোয়ার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি আজগর আলি আত্মহত্যা করেছেন। তার কাছ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে তিনি লিখেছেন, ‌‍‌‌তার করোনা চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে। খরচের এই টাকা তিনি সামলাতে পারছেন না। এ জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবীর বলেন, ‘সম্প্রতি করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর। সকালে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গাছের ডাল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’

আহসানুর রহমান রাজীব/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।