টিকা নিয়েও করোনায় আক্রান্ত পটুয়াখালী মেডিকেলের তত্ত্বাবধায়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৪ জুলাই ২০২১

দুই ডোজ ভ্যাকসিন নিয়েও পটুয়াখালী মেডিকেল কলেজ (পমেক) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (৪ জুলাই) সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জ্বর ও সর্দি-কাশি নিয়ে শনিবার (৩ জুলাই) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও ডা. আব্দুল মতিন বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১ জুলাই) পটুয়াখালী বক্ষব্যাধি হাসপাতালের অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ডা. আব্দুল মতিনের করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। শনিবার তার অক্সিজেন লেভেল নিচে নেমে যাওয়ায় পমেকে ভর্তি করা হয়। পরে বাসায় চলে যান তিনি।

সূত্র আরও জানায়, করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর ডা. আব্দুল মতিন জেলায় সর্বপ্রথম ভ্যাকসিন গ্রহণ করেন। পরে নির্ধারিত সময়ে তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও সম্পন্ন করেন।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।