গাজীপুরে খালের মুখে কারখানা, জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৫ জুলাই ২০২১

গাজীপুর মহানগরীতে একটি খালের মুখে কারখানা গড়ে ওঠায় গত কয়েক দিনের অতিবর্ষণে গাজীপুর মহানগরীর কয়েকটি ওয়ার্ডের নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এসব এলাকার লাখো মানুষ বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছেন।

তবে রোববার (৪ জুলাই) গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র মো. জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত প্রচেষ্টায় জলাবদ্ধতার সৃষ্ট খাল ও নালা পরিষ্কারে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করাব হয়। এরপর ধীরে ধীরে পানি কমতে শুরু করে এলাকায়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নগরীর ১৪, ১৫, ৩৪, ৩৫, ৩৬ ও ৩৭ নং ওয়ার্ডের ভোগড়া, আধেপাশা, চান্দপাড়া, ওঝারপাড়া, বাদে কলমেশ্বর, গাছা, কুনিয়া পাচর, বড়বাড়ি নিচু এলাকাগুলোতে কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাঘাট ও ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি যে খালটি দিয়ে নেমে যেত তার মুখে প্রভাবশালীরা কারখানা গড়ে তুলেছেন। এতে দেখা দিয়েছে জলাবদ্ধতা।

jagonews24

পরে গাসিক মেয়র এলাকাগুলো পরিদর্শন করেন। এরপর রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে বড়বাড়ি এলাকায় একটি কারখানার বাউন্ডারি ওয়ালের নিচ দিয়ে পানি প্রবাহের বাধা অপসারণ করা হয়। এছাড়া অপর একটি কারখানাকে খালের জমি থেকে স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

এসময় মেয়র বলেন, কিছু কিছু মিল-কারখানার মালিক সরকারি খালের জমি দখল করে ও খালের মুখে কারখানা নির্মাণ করায় এলাকার পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। এতে এলাকায় মানুষের বাড়ি-ঘরে পানি উঠে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতার।

এছাড়া তিনি এলাকার জনগণের স্বার্থে কারখানা মালিকদের এভাবে খাল দখল করা বন্ধ করার অনুরোধ জানান।

আমিনুল ইসলাম/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।