রাঙ্গামাটিতে কর্মহীন মানুষের পাশে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৬ জুলাই ২০২১

রাঙ্গামাটিতে দরিদ্র কর্মহীন দুই শাতাধিক সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ জুন) সকালে রাঙ্গামাটির মারি স্টেডিয়ামে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিতি ছিলেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমান, সদর জোনের কমান্ডার লে. কর্নেল এস এম আমিনুল ইসলাম, জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন।

jagonews24

বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে ছিল- পাঁচ কেজি চাল, এক কেজি আটা, তিন কেজি ডাল, এক কেজি আলু, ৫০০ গ্রাম লবণ, এক কেজি পেঁয়াজ ও এক লিটার তেল।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে রিজিয়ন কমান্ডার বলেন, রেশন বাঁচিয়ে মহামারীর সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। রাঙামাটি ও কাউখালীতে দুই শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে। যতদিন মহামারী থাকবে ততদিন এ কার্যক্রম চলমান থাকবে।

শংকর হোড়/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।