কুয়াকাটায় সেনাবাহিনীর ত্রাণ পেল ৫০ জেলে পরিবার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৭ জুলাই ২০২১

চলমান কঠোর বিধিনিষেধ ও সমুদ্রে মাঝ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞায় পটুয়াখালীর কুয়াকাটায় কর্মহীন হয়ে পড়া ৫০ জেলে পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে সেনাবাহিনীর একটি টিম।

বুধবার (৭ এপ্রিল) বেলা ১১টায় পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৭ আর্টিলারি ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনাসদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব রসদ ভান্ডার থেকে রেশন সামগ্রী পৌঁছে দেয়া হয় কুয়াকাটার জেলেপাড়ার দুস্থ মানুষদের কাছে। লে. কর্নেল মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মোট ৫০টি পরিবারের কাছে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

jagonews24

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তৈল, চিনি, সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

জেলে পল্লীর অধিবাসী খাদিজা বলেন, ‘একদিকে লকডাউনে সব আয়ের পথ বন্ধ অন্য দিকে সমুদ্রে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞায় চরম আর্থিক সঙ্কটে দিন কাটছে। এই মুহূর্তে আমাদের জন্য সেনাবাহিনীর এই উপহার অনেক উপকারে আসলো। আমরা অনেক খুশি।’

লে. কর্নেল আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আজকে আমরা ৫০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছি। ভবিষ্যতে সেনাবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।’

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।