ব্রাজিল সমর্থকদের মাথায় ডিম ভাঙলেন আর্জেন্টিনার সমর্থকরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১১ জুলাই ২০২১

পটুয়াখালীর কুয়াকাটায় সামাদ আল ও মাকসুদ আকন নামে ব্রাজিলের দুই সমর্থকের মাথায় ডিম ভেঙে বিজয় উল্লাস করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। এ সময় তাদের গায়ে আটা ও রঙও মাখা হয়।

রোববার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারে ব্রাজিল। এ কারণে মন খারাপ করে স্থানীয় একটি দোকানে বসেছিলেন সামাদ। পিছন থেকে তাদেরই বন্ধু আর্জেন্টিনার সমর্থক আবুবকর আবির ও আরিফ বিল্লাহসহ আরও কয়েকজন তার মাথায় ডিম ভাঙেন। এরপর আটা মাখেন পরে রঙ দিয়ে পুরো শরীরে মেখে দেন।

এরপর ব্রাজিলের আরেক সমর্থক ব্যবসায়ী মাকসুদ আকনের মাথায়ও ডিম ভেঙে তারা উল্লাস করেন।

jagonews24

করোনার কারণে সবাই একত্রিত হয়ে খেলা দেখতে না পারলেও জয়ের পরে আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিল সমর্থকদের খুঁজে খুঁজে বের করে এভাবে উল্লাস করেন। মোবাইলে এসবের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করা হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

আর্জেন্টিনা সমর্থক আবু বকর আবির বলেন, ‘আমি ব্রাজিল সমর্থকদের উত্তেজনায় বাড়িতে বসে একা একা খেলা দেখেছি। কিন্তু বিজয়ের পরে আমার বন্ধুদের খুঁজে খুঁজে তাদের মাথায় ডিম ভেঙে বিজয় উল্লাস করেছি।’

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।