কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১১ জুলাই ২০২১
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের হামলায় আনোয়ারা বেগম (২৮) নামের এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১০ জুলাই) গভীর রাত ৩টার দিকে লম্বাশিয়া ১ ইস্ট- জি/১৬ ব্লকে শফিউল আলম শফির বসতঘরে এ ঘটনা ঘটে। বর্তমানে চিকিৎসা শেষে তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় নিজ বাড়িতে রয়েছেন।

গুলিবিদ্ধ আনোয়ারা উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ ইস্ট- জি/১৬ ব্লকে শফিউল আলম শফির স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্পে কর্মরত ১৪-এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাঈমুল হক।

এসপি নাঈমুল জানান, শনিবার রাতে পূর্ব শত্রুতার জেরে ক্যাম্প ১ ইস্টের জি ব্লকে রোহিঙ্গা দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন মুখশধারী রোহিঙ্গা দরজা ভেঙে শফিউল আলমের বসতঘরে ঢুকে গুলি চালায়। এতে তার স্ত্রী আনোয়ারার ডান পায়ের উরুতে গুলি লাগে। পরে তাকে ক্যাম্পের ভেতরেই চিকিৎসা দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শফি আলম ও তার ভাই মাহাদু আরাকান রোহিঙ্গা সলভেন্সন আর্মির (ARSA) সন্ত্রাসী দলের কিলার গ্রুপের সক্রিয় সদস্য। তাদের বিষয়ে একাধিক গোয়েন্দা প্রতিবেদনও রয়েছে।

তিনি আরো জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহে অনুসন্ধান অব্যাহত রয়েছে। শনাক্ত করার পর জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।