কুমিল্লায় করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৩ জুলাই ২০২১
ফাইল ছবি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আরও ৫৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ১১ জুলাই সর্বোচ্চ ৪৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আট জনের।

সিভিল সার্জন বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল ল্যাবে ১ হাজার ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৫৪৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩০ জনে। আক্রান্তের হার ৪৫ দশমিক ৭ শতাংশ। এদের মধ্যে ২০৩ জনই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি ৩৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মীর মোবারক হোসেন আরও বলেন, মৃতদের মধ্যে কুমিল্লা সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় দুজন করে এবং কুমিল্লা সিটি করপোরেশন, বুড়িচং, দাউদকান্দি ও দেবিদ্বার উপজেলা একজন করে রয়েছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৬ জনে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।