‘গ্রামকে শহরে উন্নীত করতে সরকার কৃষকদের প্রণোদনা দিচ্ছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৩ জুলাই ২০২১

কৃষকদেরকে লাভবান করতে সরকার ৭০ ভাগ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু করেছে। পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং গ্রামকে শহরে উন্নীত করতে সরকার কৃষকদের সব ধরনের প্রণোদনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১২০ জন সিআইজি কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

jagonews24

এসময় মন্ত্রী আরও বলেন, কৃষিখাতকে আধুনিকীকরণ ও কৃষকদেরকে অল্প খরচে বেশি লাভবান করতে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

jagonews24

অনুষ্ঠানে ১২০ জন সিআইজি কৃষকের মাঝে পাওয়ার টিলার, পাওয়ার থ্রেসার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।