কর্মহীন পরিবহন শ্রমিকদের যুবলীগ নেতার ঈদ উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৪ জুলাই ২০২১

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে ঈদের উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকালে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে তার বাসভবনের সামনে তিন শতাধিক কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

উপহারসামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, পেঁয়াজ, আলু, লবণ, সেমাই ইত্যাদি। পরিবহন শ্রমিকদের জন্য এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুবলীগ নেতা কামরুল আহসান সরকার রাসেল।

এসময় যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, পাপেল সরকার, আব্দুল হালিম মণ্ডল, আলমাস খান, এমরাত সরকার, মনিরুজ্জামান মনির ও রফিকুল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।