কুমিল্লায় করোনায় একদিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৪৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:২০ পিএম, ১৪ জুলাই ২০২১
ফাইল ছবি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৪৩ জন।

বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটি এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এর আগে ১১ জুলাই করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৫৬২ জনে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল ল্যাবে এক হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৭৩ জন। আক্রান্তের হার ৪০ দশমিক ৯ শতাংশ। তাদের মধ্যে ১৭৬ জনই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার।বাকি ২৬৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মীর মোবারক হোসেন বলেন, মৃতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় পাঁচ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা ও মুরাদনগরে তিনজন করে, লাকসামে দুই, বুড়িচং, চান্দিনা এবং দাউদকান্দি উপজেলায় একজন রয়েছেন।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।