লক্ষ্মীপুরে মোটরসাইকেল চুরির তথ্য দেয়ায় নির্মাণ শ্রমিককে মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৫ জুলাই ২০২১

লক্ষ্মীপুরে মোটরসাইকেল চুরির বিষয়ে তথ্য দেয়ায় রবিন হোসেন নামে একজন নির্মাণ শ্রমিককে মারধর করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার জোড় দিঘীরপাড়ের শ্মশানঘাটে ডেকে নিয়ে তাকে মারধর করা হয়। আহত রবিন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মারধর এবং চুরিতে অভিযুক্তরা হলেন একই এলাকার সোহাগ হোসেন ও মো. রিদয়। তারা মাদকসেবী বলে স্থানীয়রা দাবি করেছে।

মারধরের পর খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ সদস্যরা হাসপাতালে আহত রবিনকে দেখতে যান।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সমসেরাবাদ এলাকার ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মো. রতনের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোহাগ ও রিদয়ের যোগসাজস রয়েছে বলে রতনকে জানায় রবিন। এতে রবিনের ওপর তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এর প্রেক্ষিতেই সোহাগ ও রিদয় রবিনকে মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়৷ পরে চিৎকার শুনে এলাকাবাসী রবিনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে থাকা রবিনের বোন ঝর্ণা আক্তার বলেন, এ নিয়ে ৩ বার রবিনের ওপর হামলা হয়েছে। সোহাগ ও রিদয়ের ভয়ে রবিন মানবেতর জীবনযাপন করছে। কেউই আমাদের পাশে নেই৷ রবিনকে মারধরের ঘটনার বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।