নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ার সময় আটক ১১ রোহিঙ্গা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৫ জুলাই ২০২১

কক্সবাজারের টেকনাফের শামলাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাওয়ার সময় ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ৩টায় টেকনাফ ক্যাম্প নং-২৩ সংলগ্ন শামলাপুর নামার বাজার ও ঘাট থেকে তাদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক।

এসপি তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে সাগরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশে শামলাপুর উত্তর ঘাট ও দক্ষিণ ঘাটে কিছু জেলে সমবেত হয়েছেন। এ সংবাদের ভিত্তিতে এপিবিএন ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালায়। এ সময় বহিরাগত ও শামলাপুর ক্যাম্পের ১১ রোহিঙ্গাকে আটক করা হয়।

এ নিয়ে শামলাপুর এপিবিএন ক্যাম্পে সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ২১১। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সায়ীদ আলমগীর/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।