মাইক্রোবাসের ধাক্কায় জখম মহিষ, জবাই করে মাংস বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:৪৩ এএম, ১৬ জুলাই ২০২১

ফেনীর ফুলগাজীতে হাট থেকে বাড়ি নেয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর জখম হয় বিক্রয়যোগ্য একটি মহিষ। পরে মহিষটি জবাই করে মাংস বিক্রি করে দেয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার আমজাদ হাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খামারি আবুল কালাম ২০টি মহিষ ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বাজারে বিক্রির জন্য নেন। সন্ধ্যার পর বাজার থেকে মহিষগুলো নিয়ে ফুলগাজীতে ফিরছিলেন। রাত ৮টার দিকে আমজাদ হাট ইউনিয়নের কিল্লা দিঘি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে একটি মহিষের ধাক্কা লাগে। এতে মহিষটি মাটিতে লুটে পড়লে স্থানীয়রা এসে জবাই করেন।

ক্ষতিগ্রস্ত খামারি আবুল কালাম বলেন, ‘দুর্ঘটনার পর আশপাশের লোকজন মাইক্রোবাসটি আটক করেছে। গাড়ির চালক ও আমরা একই এলাকার বাসিন্দা। মহিষটি স্থানীয়দের সহযোগিতায় জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। মহিষটির বাজারমূল্য অন্তত দেড় লাখ টাকা।’

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম মহিষ জবাই করে বিক্রির বিষয়টি শুনেছি। তবে কেউ এ বিষয়ে অভিযোগ করেননি।’

নুর উল্লাহ কায়সার/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।