নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় আটক ২৫ জেলে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৬ জুলাই ২০২১

সরকারের দেয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সমদ্রে মাছ শিকার করার সময় তিনটি মাছ ধরার ট্রলারসহ ২৫ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১০টি বেহুন্দী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা।

patuakhali1

শুক্রবার (১৬ জুলাই) সকালে এ অভিযান চালায় কলাপাড়ার নিজামপুর কোস্টগার্ড।

patuakhali1

কলাপাড়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, শুক্রবার সকালে নিজামপুর কোস্টগার্ডে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এফ বি আল্লাহর দানকে ২০ হাজার, এফ বি সোহেলকে ২০ হাজার ও এফবি রাসেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত জাল কোস্টগার্ড স্টেশনে পুড়িয়ে ও নিষোধাজ্ঞাকালীন সময়ে আর মাছ ধরবেন না- এ মর্মে মুচলেকা রেখে জেলেদের ছেড়ে দেয়া হয়।

patuakhali1

তিনি আরও জানান, গত ২০ মে থেকে শুরু হয়েছে ৬৫ দিনের সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা, যা চলবে ২৩ জুলাই পর্যন্ত। এ সময়ে যাতে কোনো জেলে সমুদ্রে মাছ শিকার করতে না পারেন সেজন্য কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।