ইয়াবাসহ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নোয়াখালীর চাটখিলে পৃথক অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মো. খোকন (৩২) নামে এক মাদক কারবারি এবং দেড় বছরের সাজাপ্রাপ্ত মিজানুর রহমান (৫০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. খোকন চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পালোয়ান বাড়ির মৃত আলী আজ্জমের ছেলে। তার কাছ থেকে দুই হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, সাজাপ্রাপ্ত আসামি মিজান শোশালিয়ার মৃত আব্দুর রবের ছেলে।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে গ্রেফতারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার ভোরে উপপরিদর্শক (এসআই) কৃঞ্চ কুমার দাস দুই হাজার ১০ পিস ইয়াবাসহ মো. খোকনকে এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন সাজাপ্রাপ্ত মিজানকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার খোকন টেকনাফ থেকে ইয়াবা এনে এলাকায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে সরবরাহ করে আসছে।
ইকবাল হোসেন মজনু/এএএইচ/জেআইএম