কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৪৪ এএম, ১৭ জুলাই ২০২১

কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিল মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় কুমিল্লা সদর উপজেলার সাতরা এলাকার গাউছে পাক রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার খলিল মিয়ার বাড়ি কুমিল্লা শহরতলীর ধর্মপুরে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাউছে পাক রেস্টুরেন্টে অভিযান চালিয়ে খলিল মিয়াকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে স্কচটেপ পেঁচানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।