জেলা পরিষদের যাত্রী ছাউনিতে বসানো সেই কাঁঠাল দোকান উচ্ছেদ
নোয়াখালীর কবিরহাটের বাটইয়া ইউনিয়নের ভুইয়ারহাটে জেলা পরিষদের যাত্রী ছাউনি দখল করে বসানো সেই কাঁঠালের দোকান উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) দুপুরে ওই যাত্রী ছাউনিতে গিয়ে খুব পরিষ্কার ও পরিপাটি দেখা গেছে। দোকান উচ্ছেদ করায় খুশি স্থানীয় যাত্রী সাধারণরা।
এর আগে গত বুধবার (১৪ জুলাই) জাগোনিউজ২৪.কম-এ ‘নোয়াখালীতে জেলা পরিষদের যাত্রী ছাউনিতে কাঁঠালের দোকান’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল।
এ বিষয়ে নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জাগো নিউজে সংবাদটি দেখে সঙ্গে সঙ্গে দুজন অফিসারকে পাঠিয়ে ওই যাত্রী ছাউনি দখলমুক্ত করা হয়েছে। সামনের দিনগুলোতেও আমাদের তদারকি অব্যাহত থাকবে।’
এরআগে স্থানীয় প্রভাবশালী নুরনবী মেম্বার নামের এক ব্যক্তি এ ছাউনি ভাড়া দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তবে নুরনবী মেম্বার জানান, তিনি নয়, স্থানীয় অপর প্রভাবশালী ব্যক্তিরা এটি ভাড়া দিয়ে আসছিলেন।
জেলা পরিষদ সূত্র জানায়, ২০১২-১৩ অর্থবছরে ভুইয়ারহাট পূর্ব বাজারে (দুধমুখা গামী) স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। ২০১৪ সালের ২ এপ্রিল এ ছাউনির উদ্বোধন করেন কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস