নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ মিলল ধানক্ষেতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৭ জুলাই ২০২১

লক্ষ্মীপুর কমলনগরে নিখোঁজের চারদিন পর ধানক্ষেত থেকে মো. জুনায়েদ (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের চরলরেঞ্চ গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের চা দোকানি শেখ কামালের ছেলে ও নুর মিয়া জামে মসজিদের নূরানী মাদরাসার দ্বিতীয় জামাতের ছাত্র ছিল।

পরিবার জানায়, জুনায়েদ পরিবারের সঙ্গে চরলরেঞ্চ গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতো। গত ১৩ জুলাই একই এলাকার সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন খোকনের ইটভাটায় বন্ধুদের সঙ্গে খেলছিল জুনায়েদ। এসময় কেউ একজন তাদের ধাওয়া করে। এতে ইটভাটা থেকে সবাই পালিয়ে যায়। তবে সেখান থেকে অন্যান্যরা বাড়িতে ফিরলেও জুনায়েদ ফেরেনি। পরে সম্ভাব্য সব স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি। পরদিন তার খোঁজে কমলনগরের বিভিন্ন এলাকায় মাইকিং চালানো হয়। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

এদিকে শনিবার সকালে ধানক্ষেতের পাশে জুনায়েদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে তার বাবা-মা মরদেহ শনাক্ত করেন।

নিহতের বাবা শেখ কামাল বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। ঘটনা আড়াল করার জন্য তার মরদেহ ধানক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। ঘটনার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।’

তবে কে বা কারা ও কী কারণে হত্যা করেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মাখন লাল রায় বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তেরর জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

কাজল কায়েস/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।