কুমিল্লায় একদিনে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৮৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৭ জুলাই ২০২১
ফাইল ছবি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একইসময় জেলায় নতুন করে করোনা শনাক্ত করা হয়েছে ২৮৩ জনের। শনাক্তের হার ৩৯ দশমিক ৪ শতাংশ।

শনিবার (১৭ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় চারজন, বুড়িচংয়ের দুজন, কুমিল্লা আদর্শ সদর উপজেলায় একজন রয়েছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল ল্যাবে ৭১৯ জনের নমুনা পরীক্ষায় ২৮৩ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৪ জনে। এদের মধ্যে ১৪৩ জনই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার। বাকি ১৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এর আগেরদিন কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। একইসময়ে করোনা শনাক্ত হয় আরও ৪৭৬ জনের। শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ১ শতাংশ।

জাহিদ পাটোয়ারী/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।