টুঙ্গিপাড়ায় অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১২:৩৩ এএম, ১৮ জুলাই ২০২১

নিজ সংসদীয় আসনের উপজেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপহার হিসেবে ৫০টি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীনের হাতে এ অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম এবং উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস।

এ সময় পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিমসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ‘কেউ যেন অক্সিজেন সেবা থেকে বঞ্চিত না হন সে লক্ষ্যে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়াবাসীর জন্য ৫০টি সিলিন্ডার পাঠিয়েছেন, তা আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিলাম। টুঙ্গিপাড়ায় আধুনিক সেবা সম্বলিত ৫০টি করোনা বেড রয়েছে, রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সেবা। আশা করি অক্সিজেন নিয়ে কোনো সমস্যা হবে না।’

এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।