সিরাজগঞ্জের মহাসড়কে ১৫ কিলোমিটারজুড়ে ধীরগতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২০ এএম, ১৮ জুলাই ২০২১

উত্তরবঙ্গের প্রবেশপথ সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ১৫ কিলোমিটারজুড়ে যান চলাচলের ধীরগতি রয়েছে। কোথাও কোথাও রয়েছে সামান্য যানজটও। রাত বাড়তে থাকার সঙ্গে সঙ্গে মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানজটও বাড়ছে।

শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার পর থেকেই ওই এলাকায় যানজট শুরু হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বারী বলেন, ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় উত্তরবঙ্গগামী সড়কে এই মুহূর্তে দীর্ঘ যানজট না থাকলেও গাড়ির অত্যাধিক চাপে থেমে থেমে যানজট ও ধীরগতি হচ্ছে। অন্যদিকে ঢাকামুখী সড়কে যানজট রয়েছে। যেহেতু টোল প্লাজায় টোল দিতে সময় লাগে তাই এখানে যানজট থাকাটা স্বাভাবিক।’

দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খোঁজ নিয়ে জানা গেছে, হাটিকুমরুল গোলচত্বর হয়ে বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকায় এখন যানজট না থাকলেও মাঝে মাঝে ধীরগতি হচ্ছে। এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম হতে কড্ডা হয়ে মফিজ মোড় (৬ নম্বর ব্রিজ) ও বাগবাড়ি থেকে নলকা হয়ে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত মহাসড়কের অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।

মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে রাত সাড়ে ১টার দিকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি জানান, এখন যানজট থাকলেও মাঝে মাঝে আবার কিছুটা স্বাভাবিক হচ্ছে। তবে যানজট যেন না হয় সেজন্য পুলিশ তৎপর রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।