ফেনীতে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৮ জুলাই ২০২১

ফেনীর পরশুরামে করোনা রোগীদের বিনামূল্যে সেবা দিতে দুটি অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

jagonews24

রোববার (১৮ জুলাই) দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজামউদ্দিন আহমেদ চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

jagonews24

অ্যাম্বুলেন্সগুলোর সমন্বয়কারী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমিরউদ্দিন ভাবন বলেন, কোনো করোনা রোগীকে যেন পরিবহন সঙ্কটে না পড়তে হয়, সেজন্য মেয়র সাজেল ব্যক্তিগত তহবিল থেকে বিনামূল্যে এ সেবাটি চালু করেছেন। সেবাটি কারো প্রয়োজন হলে ০১৬১২০৭৯৪৩৩, ০১৮১৫১০০০৫৬, ০১৮১৯৫৬৬৬২৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

jagonews24

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুল খালেক, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দাইয়ানসহ রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নুর উল্লাহ কায়সার/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।