ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৮ জুলাই ২০২১
ফাইল ছবি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল হোসেন (২২) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। রোববার (১৮ জুলাই) ফেনী-ছাগলনাইয়া সড়কের রানীর হাট এলাকায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

নিহত ইসমাইল ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি মোটবী ইউনিয়নের একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। তিনি ডাক্তার দেখাতে চট্টগ্রাম যাচ্ছিলেন।

ইসমাইলের নিকটাত্মীয় মো. জাবেদ হোসেন জানান, বেশ কিছুদিন ধরে ইসমাইল নানা রোগে ভুগছিলেন। রোববার ডাক্তার দেখাতে চট্টগ্রাম যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সকালে তাকে বহনকারী সিএনজি অটোরিকশাটি ছাগলনাইয়া সড়কের রানীর হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ইসমাইল। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা এখন পর্যন্ত মামলা দায়ের করেননি।

নুর উল্লাহ কায়সার/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।