কমলনগরে শিশু হত্যা মামলায় ইটভাটা মালিকসহ গ্রেফতার ২
লক্ষ্মীপুরের কমলনগরে ধানক্ষেত থেকে শিশু মো. জুনায়েদের (৮) মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ জুলাই) বিকেলে গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মাহাথীর হোসেন মাহী ও নিজাম উদ্দিন। গ্রেফতার মাহী চরলরেন্স গ্রামের ইটভাটা মালিক মো. রাশেদের ছেলে ও নিজাম ভাটার ম্যানেজার। অপর আসামি ইটভাটা মালিক রাশেদ পলাতক রয়েছে।
এর আগে রোববার (১৮ জুলাই) সকালে জুনায়েদের বাবা শেখ কামাল বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৩ জুলাই (মঙ্গলবার) একই এলাকার মো. রাশেদের ইটভাটায় বন্ধুদের সঙ্গে জুনায়েদ খেলছিল। এসময় কেউ একজন তাদেরকে ধাওয়া করে। এতে ইটভাটা থেকে সবাই পালিয়ে যায়। সেখান থেকে অন্যরা বাড়িতে ফিরলেও জুনায়েদ ফিরেনি। পরে স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরদিন তার খোঁজে কমলনগরের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হয়। কিন্তু কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে শনিবার (১৭ জুলাই) সকালে ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় জুনায়েদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জুনায়েদের বাবা শেখ কামাল বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। ঘটনা আড়াল করার জন্য তার মরদেহ ধান ক্ষেতে ফেলে রাখা হয়। আমি ছেলে হত্যার বিচার চাই।’
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ‘এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।’
কাজল কায়েস/আরএইচ/এএসএম