মাদারীপুরে ১৯২০ ইয়াবাসহ মা-মেয়ে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:১১ এএম, ২০ জুলাই ২০২১

মাদারীপুরের শিবচরে ১ হাজার ৯২০ পিস ইয়াবাসহ অবেলা বেগম (৬০) ও কবিতা বেগম (২৩) নামের দুজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। তারা সম্পর্কে মা ও মেয়ে বলে জানায় পুলিশ।

সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের শেখপুর বাজার সংলগ্ন শিকদার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, একই এলাকার মৃত শাহাবুদ্দিন শিকাদারের স্ত্রী অবেলা বেগম ও তার মেয়ে এবং উপজেলার চরশ্যামাইল এলাকা বাবুল মুন্সির স্ত্রী কবিতা বেগম।

jagonews24

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় মাদক ব্যবসায়ী কামরুল শিকদার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় সেই বাড়িতে খাটে বসে মা, মেয়ে ও তাদের সন্তান কামরুল ইয়াবা প্যাকেট করছিলেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে কামরুল পালিয়ে গেলও তার মা ও বোনকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ১ হাজার ৯২০ পিস ইয়াবা ও দুটি মোবাইল সেট জব্দ করা হয়।

jagonews24

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তাদের পরিবারের সবাই দীর্ঘদিন ধরে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। এছাড়া পালিয়ে যাওয়া কামরুলের বিরুদ্ধে ঢাকার বংশাল ও শিবচর থানায় দুটি মামলা রয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় মাদক আইনে মামলা প্রক্রীয়াধীন।

নাসিরুল হক/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।