লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরের পানিতে ডুবে তাহাবি হোসেন (৭) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। সে তাহাবি চরলরেঞ্চ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেহ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সাহেবের হাট ইউনিয়নের চর জগবন্ধু গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানা গেছে, পরিবারের সদস্যদের অজান্তে তাহাবি পুকুরে পড়ে নিখোঁজ হয়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে তাহাবিকে পুকুরে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সাহেবের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ‘ছেলেটি শারীরিক প্রতিবন্ধী ছিল। পরিবারের লোকজনের অজান্তে পুকুরে পড়ে মারা গেছে। থানা পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ দাফন করতে বলা হয়েছে।’
কাজল কায়েস/এএএইচ/এমএস