টাঙ্গাইলে আজ ঈদ উদযাপন করলো ৪০ পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২০ জুলাই ২০২১

টাঙ্গাইলের একটি গ্রামের ৪০টি পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে।

মঙ্গলবার (২০ জুলাই) জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার ঈদ উদযাপন করে।

Tangail-3.jpg

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৮টায় স্থানীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে গ্রামের দুই শতাধিক মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করলেও কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি মুসল্লিদের। নামাজে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা মুসুল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে পশু কোরবানি করা হয়।

Tangail-3.jpg

ওই গ্রামে ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছেন লাউহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম খান ফিরোজ।

তিনি জানান, ২০১২ সাল থেকে ইউনিয়নের দাড়িয়াপুর এলাকার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।