ঈদের দিনেও করোনা রোগীদের পাশে ‘টিম খোরশেদ’
ঈদের দিনেও বসে নেই নারায়ণগঞ্জের মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’। ঈদের নামায শেষে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এ সময় তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের হাতে ফল, দুধ ও বিস্কুটের প্যাকেট তুলে দেন।
হাসপাতাল সূত্র জানায়, নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৯০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৮২ জন সাধারণ ওয়ার্ডে ও ৮ জন আইসিইইউতে রয়েছেন।
এ সময় টিম খোরশেদ ও টাইম টু গিভ সংগঠনের সদস্য আফরোজা খন্দকার লুনা, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, এসএম কামরুজ্জামান, জয়নাল আবেদীন, আরাফাত খান নয়ন, আনোয়ার হোসেন, শওকত খন্দকার, সুমন দেওয়ান ও আলী সাবাব টিপু প্রমুখ উপিস্থিত ছিলেন।
এস কে শাওন/আরএইচ/জেআইএম