ঈদের দিনেও করোনা রোগীদের পাশে ‘টিম খোরশেদ’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২১ জুলাই ২০২১

ঈদের দিনেও বসে নেই নারায়ণগঞ্জের মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’। ঈদের নামায শেষে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এ সময় তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের হাতে ফল, দুধ ও বিস্কুটের প্যাকেট তুলে দেন।

হাসপাতাল সূত্র জানায়, নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৯০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৮২ জন সাধারণ ওয়ার্ডে ও ৮ জন আইসিইইউতে রয়েছেন।

jagonews24

এ সময় টিম খোরশেদ ও টাইম টু গিভ সংগঠনের সদস্য আফরোজা খন্দকার লুনা, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, এসএম কামরুজ্জামান, জয়নাল আবেদীন, আরাফাত খান নয়ন, আনোয়ার হোসেন, শওকত খন্দকার, সুমন দেওয়ান ও আলী সাবাব টিপু প্রমুখ উপিস্থিত ছিলেন।

এস কে শাওন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।