যাত্রী ও যানবাহনের চাপ নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১১:২৩ এএম, ২২ জুলাই ২০২১

অডিও শুনুন

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধের প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গমুখী লেনে নেই গণপরিবহন বা কর্মস্থলে ফেরা মানুষের চাপ। অথচ ঈদের আগেরদিনও প্রায় মধ্যরাত পর্যন্ত এ মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে ছিল দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১০টায় এমন চিত্র দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারটিয়া ও আশেকপুর বাইপাস এলাকায়।

road1

জানা যায়, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদের আগে ব্যবসা পরিচালনা ও দেশের আর্থ-সামাজিক অবস্থা স্বাভাবিক রাখার জন্য গত ১৪ জুলাই থেকে আগামী ২৩ জুলাই বিধিনিষেধ শিথিল করে সরকার। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণরোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধের নির্দেশনা দেয়া হয়।

road1

আশেকপুর বাইপাসে থাকা পাবনা পরিবহন বাসের সহকারি রেজাউল মিয়া বলেন, ভোরে পাবনা থেকে অর্ধেক যাত্রী নিয়ে ছেড়ে এসেছি। সড়কেও যাত্রী ও পরিবহনের চাপ নেই।

ঢাকার একটি কারখানার পোশাক শ্রমিক টাঙ্গাইলের আজিজুল কদর বাবু বলেন, আগামী ২৭ জুলাই পর্যন্ত অফিস ছুটি। তবে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ যদি ৫ আগস্ট পর্যন্ত কার্যকর থাকে তাহলে ছুটি বাড়তে পারে। এরপরও যদি ছুটি না বাড়ে তাহলে বিভিন্ন পরিবহনে করে কর্মস্থলে যোগদান করতে হবে।

road1

তবে এ বিষয়ে জানার জন্য বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

আরিফ উর রহমান টগর/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।