ধাত্রী দিয়ে প্রসবের চেষ্টা, প্রাণ গেল মা-নবজাতকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২২ জুলাই ২০২১
ফাইল ছবি

ফরিদপুরের সালথায় গ্রাম্য ধাত্রী দিয়ে সন্তান প্রসব করানোর সময় গর্ভবতী মাসহ নবজাতকের মৃত্যু হয়েছে।

ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গর্ভবতী মা সাবিনা ইয়াসমিন (২৫) সিংহপ্রতাপ গ্রামের ইউনুচ বিশ্বাসের মেয়ে। গত বুধবার (২১ জুলাই) দুপুরের দিকে ওই গর্ভবতী নারী নবজাতকসহ মৃত্যু খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে সাবিনা ইয়াসমিনের প্রসব বেদনা শুরু হলে স্থানীয় গ্রামের ধাত্রী সুলতানা বেগমকে ডেকে আনা হয়। তিনি এসে গর্ভবতী নারীর স্বাভাবিক প্রসব করার চেষ্টা করেন। এ সময় ইয়াসমিনের রক্তক্ষরণ হতে থাকে। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে গর্ভবতী নারীকে ফরিদপুরের একটি হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই গর্ভবতী নারী ও নবজাতক মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।