একগ্রামে কোরবানি হলো ৯৫ গরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২২ জুলাই ২০২১
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী গ্রামে ৯৫ গরু ও ৯ খাসি কোরবানি হয়েছে।

জানা গেছে, প্রায় দুই যুগ ধরে গ্রামটিতে সামাজিকভাবে একমাঠে পশু কোরবানি করা হয়।

গ্রামের বাসিন্দা ও মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা শহিদুর রহমান ও অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন জানান, গত দুই যুগ ধরে পুষ্টকামুরী গ্রামবাসী সামাজিকভাবে একমাঠে একত্রে কোরবানি করেন। এ বছরও একইভাবে কোরবানি হয়েছে। গ্রামটিতে এবার ৯৫ গরু ও ৯ খাসি কোরবানি করা হয়। পরে গ্রামের প্রায় এক হাজার ৩৫ পরিবারের চার হাজার ৯৯৫ সদস্যের মাঝে বিতরণ করা হয়।

এস এম এরশাদ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।