বালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৩ জুলাই ২০২১
ফাইল ছবি

ঈদের তৃতীয় দিনে বগুড়ার কাহালুতে বালতির পানিতে পড়ে মানতাসা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কাহালু উপজেলার মুরঈল ইউনিয়নের বীরপাল্লা গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। সে দুপচাঁচিয়া উপজেলার হাটসাজাপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের তৃতীয় দিন সকালে দুপচাঁচিয়ার হাটসাজাপুর গ্রামের আব্দুর রউফ স্ত্রী-সন্তানকে নিয়ে কাহালুর বীরপাল্লা গ্রামে শ্বশুর এনতেজার রহমানের বাড়িতে বেড়াতে আসেন। বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির সবাই খেতে বসেন। এ সময় সবার অজান্তে শিশু মানতাসা খাতুন শৌচাগারে ঢুকে বালতির পানিতে পড়ে যায়।

পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিলেন না। পরে শৌচাগারের বালতির পানির মধ্য থেকে শিশু মানতাসা খাতুনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ জানায়নি। তবে শিশুর মৃত্যুর বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি।’

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।