করোনায় প্রাণ গেল উপজেলা শিক্ষা কর্মকর্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:২১ পিএম, ২৪ জুলাই ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল মোকিম মারা গেছেন।

শনিবার (২৪ জুলাই) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান।

তিনি বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।’

কাজী আব্দুল মোকিমের স্ত্রী আঞ্জুমান আফরোজ বলেন, ‘১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন কাজী আব্দুল মোকিম। তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন।’

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

এদিকে আব্দুল মোকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামাল ও সাধারণ সম্পাদক শেখ নুরুল আমিন রতন।

মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।