ফরিদপুরে করোনা-উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৫ জুলাই ২০২১

ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়। একইসময় ১২৩ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৭৪ জন রোগী।

ফরিদপুর সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়।

jagonews24

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৬ হাজার ৮২৯ জন। আর জেলায় করোনায় মারা গেছেন ৩৫৪ জন।

এন কে বি নয়ন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।