সীমান্তে পড়েছিল পৌনে ৬ লাখ টাকার ২৮টি মোবাইল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৬ জুলাই ২০২১

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে পরিত্যক্ত ২৮টি চোরাই মোবাইল উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৬ জুলাই) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত ঘেঁষা শাহবাজপুর ইউনিয়নের সরদার টোলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ ভারতীয় বিভিন্ন ধরনের মোবাইল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৭০ হাজার টাকা।

সেখানে আরও বলা হয়, সীমান্তে চোরাকারবারিদের তৎপরতা কমাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোহান মাহমুদ/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।