টিকা নিয়েও করোনায় আক্রান্ত শরীয়তপুরের সিভিল সার্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৭ জুলাই ২০২১

করোনাভাইরাস প্রতিরোধে টিকার দুই ডোজ নিয়েও শরীয়তপুর জেলার সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে সদর হাসপাতালে এন্টিজেন টেস্টে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদ বর্তমানে তার সরকারি বাসায় আইসোলেশনে আছেন।

ডা. আব্দুল্লাহ আল মুরাদ গত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে করোনা টিকার প্রথম ডোজ এবং এপ্রিলে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলেন। তিনি জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব।

এখন পর্যন্ত শরীয়তপুরে চার হাজার ২৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৮১৮ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৫ জন এবং মারা গেছেন একজন।

মো. ছগির হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।