করোনা : মৌলভীবাজারে আরও ৭ জনের মৃত্যু
মৌলভীবাজারে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। করোনায় পাঁচজনেরই মৃত্যৃ হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করোনা ইউনিটে।
মঙ্গলবার (২৭ জুলাই) সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়ছল জামান করোনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন-রাহিয়া বেগম (৫৫), দুদবাজ বেগম (৭৫), রায়বুন বিবি (৯০), মালেকা বেগম (২৭), আসমা বেগম (৫৮)।
এদিকে সদর উপজেলার বাহারমর্দনে করোনার উপসর্গ নিয়ে মারা যান তৈয়ব মিয়া (৬৫) ও কুলাউড়ায় শামছুজ্জামান বাবুল (৭৩)।
আব্দুল আজিজ/ইএ