চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী আটক
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জুলাই) গভীর রাতে সদর উপজেলার আতাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (২৮ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার আতাইর এলাকায় গোপন বৈঠকের সময় জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করা হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার পান্ডে বাদী হয়ে একটি মামলা করেন।
বুধবার (২৮ জুলাই) তাদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
সোহান মাহমুদ/এএইচ/এএসএম