রামুতে বিরল প্রজাতির অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:২১ পিএম, ২৮ জুলাই ২০২১

কক্সবাজারের রামুতে বানের পানিতে মাছ ধরার জালে ২০ কেজি ওজনের একটি অজগর ধরা পড়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার সকালে রামু উপজেলার পূর্ব কাউয়ারখোপ মৈষকুম এলাকায় আবদুস সালাম নামের এক ব্যক্তি বানের পানিতে মাছ ধরার জাল ফেলেন। ওই জালে ২০ কেজি ওজনের সোনালী রঙয়ের অজগর আটকা পড়ে। দুপুরের দিকে এটি উদ্ধার করা হয়। অজগরটির ওজন ২০ কেজি।

বাঘখালী বিট কর্মকর্তা রবিউল হাসান বলেন, সোনালী রঙয়ের এ অজগরটি বিরল প্রজাতির। এটি দেশের সম্পদ। তাই অজগরটি বনাঞ্চলে ছেড়ে দেয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।