ফোন করলেই মিলবে অক্সিজেন সেবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ৩০ জুলাই ২০২১

লক্ষ্মীপুরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। খালি নেই হাসপাতালের বেড। বাড়িতে রেখেই রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজন হচ্ছে অক্সিজেন। এ পরিস্থিতিতে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী আরজু মনির নামে চালু হয়েছে ‘আরজু-মনি’ অক্সিজেন ব্যাংক। কল দিলেই বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর বাড়িতে হাজির হবে টিম।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে আরজু-মনি অক্সিজেন ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করা হয়। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের ব্যক্তিগত উদ্যোগে এটি চালু করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এসময় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, রুহুল আমিন মাস্টার ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্যা বিভাগ সূত্র জানায়, সর্বশেষ বৃহস্পতিবার ১৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত ও আক্রান্ত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১১ দিনে প্রায় এক হাজার ২০০ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ১৫ দিন ধরে করোনা ইউনিটের কোন শয্যা খালি নেই।

এ ব্যাপারে চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, করোনার ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে মানবিক কাজের অংশ হিসেবে আরজু-মনি অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু করা হয়েছে। এ সেবা প্রতিনিয়ত বিনামূল্যে লক্ষ্মীপুর জেলা শহরে করোনা আক্রান্ত রোগীর সেবায় নিয়োজিত থাকবে। ফোন করলেই করোনা রোগীদের বাড়িতে গিয়ে এ সেবা নিশ্চিত করা হবে।

কাজল কায়েস/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।