করোনা : ফরিদপুরে ঝরল আরও ১৪ জনের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:১০ পিএম, ৩০ জুলাই ২০২১

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গে চারজন মারা গেছেন।

শুক্রবার (৩০ জুলাই) ফরিদপুর সিভিল সার্জন সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মৃতদের মধ্যে ফরিদপুরের ছয়জন, মাদারীপুরের চারজন, রাজবাড়ীতে দুইজন, ঝিনাইদহের একজন ও গোপালগঞ্জের এক জন।’

jagonews24

হাসপাতাল সূত্র জানায়, ‘গত ২৪ ঘণ্টায় ৩২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২৫ জন। শনাক্তের হার ৪০ দশমিক ২৭ ভাগ। হাসপাতালে বর্তমানে ২৬৮ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৮ জন। হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি রয়েছেন ১৬ জন।’

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৩২ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪১৭ জন। সরকারি হিসেবে এখানে ৩৮৭ জনের মৃত্যু হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।