বেসামাল পরিস্থিতিতে বাংলাবাজার-শিমুলিয়া রুটে বাড়ানো হয়েছে ফেরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ৩১ জুলাই ২০২১

কঠোর বিধিনিষেধের নবম দিনে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপে বেসামাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যাত্রী চাপের কারণে ফেরিতে জরুরি পরিসেবার গাড়ি উঠাতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ফেরির সংখ্যা ছয় থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে।

যাত্রীদের চাপের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত ফেরিতে উঠতে পারছে না। সকাল থেকে যতই বেলা বেড়েছে। যাত্রীর চাপও ততই বেড়েছে।

jagonews24

শনিবার (৩১ জুলাই) বাংলাবাজার ফেরিঘাট ও লঞ্চঘাট ঘুরে দেখা যায়, কঠোর বিধিনিষেধের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌ-রুটে লঞ্চসহ অন্যান্য নৌযান বন্ধ রয়েছে। তাই সবাই ফেরিতে উঠলেও স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা নেই।

এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোতের গতিও বৃদ্ধি পেয়েছে। ফলে ফেরি পারাপারে বেশি সময় লাগছে। বৈরী আবহাওয়ার কারণে সময় বেশি লাগায় কয়েকশ পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে আটকা রয়েছে।

jagonews24

বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, গার্মেন্টস কর্মীদের প্রচণ্ড চাপ রয়েছে সকাল থেকে। এজন্য ফেরি সংখ্যা ছয় থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে। এরপরও চাপ অব্যাহত রয়েছে। যাত্রী চাপের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিসেবার গাড়ি পর্যন্ত ফেরিতে উঠানো যাচ্ছে না।

এ কে এম নাসিরুল হক/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।