সিলেট বিভাগে একদিনে আরও ৯ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৬:১০ পিএম, ৩১ জুলাই ২০২১

সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৩১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিভাগে মারা যাওয়া মোট করোনা রোগীর সংখ্যা ৬৯৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৪০ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৫০ জন ও সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন মারা গেছেন।

SYLHET-(2).jpg

এদিকে বিভাগে নতুন করে ৩৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ৪৫৬ জনে। যাদের মধ্যে সিলেট জেলার ২১ হাজার ৬৯৮ জন, সুনামগঞ্জের ৪ হাজার ৬০৫ জন, হবিগঞ্জের ৪ হাজার ৪৯৫ জন, মৌলভীবাজারের ৫ হাজার ৪১৯ জন রয়েছেন।

এদিকে, সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। সবগুলো হাসপাতালই রোগীতে পূর্ণ থাকায় নতুন রোগী ভর্তি হতে পারছেন না। অনেক চেষ্টা করেও আইসিইউতে কোনো সিট পাওয়া যাচ্ছে না।

SYLHET-(2).jpg

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলেটে করোনা চিকিৎসার জন্য সরকারি আইসোলেশন ওয়ার্ডে ২৪টি আইসিইউ শয্যার ব্যবস্থা রয়েছে। এর বাইরে বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ মিলিয়ে করোনা চিকিৎসায় জেলায় আইসিইউ শয্যা রয়েছে আরও ৮০-৯০টি। যার সবগুলোই রোগীতে পরিপূর্ণ।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, জনসাধারণের মধ্যে সচেতনতার অভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

ছামির মাহমুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।